মুক্তমনের পরিবেশ / ড. ভিক্ষু রতনশ্রী / বাংলা কবিতা /
মুক্তমনের পরিবেশ ✍ ড. ভিক্ষু রতনশ্রী মানুষ আকাঙ্খিত, নতুনকিছু পাবার নেশায় আসলে কি তা সত্য? হয়ত তা আংশিক, অথচ পূর্ণতা প্রাপ্তি প্রয়োজন আশায় বসে থাকি আকাঙ্খা যদি মুক্ত মনের হয় তাহলে তা কুশল। লোভযুক্ত হলে তা অকুশল অকুশলের প্রভাব মানুষকে হতাশ করে উদ্বিগ্ন করে, মনস্তাপ তৈরী করে। মানুষ তা কখনও প্রত্যাশা করে…