উত্তরবঙ্গ ভ্রমণ ( শেষ পর্ব ) / কাকলি ঘোষ / বাংলা ভ্রমণ কাহিনী /
উত্তরবঙ্গ ভ্রমণ ( শেষ পর্ব ) ✍ কাকলি ঘোষ পৌঁছে গেছি উত্তরবঙ্গ ভ্রমণের একেবারে শেষ পর্যায়ে। গতকাল বক্সা, জয়ন্তী দেখা শেষ। এবার বাকি কোচবিহার। তার আগে বাদল বীনা রিসর্টের কর্ণধার রানা বোস জানালেন এত কাছে এসে ভুটানের ফুন্ট শোলিং না দেখে যাওয়া নিতান্তই অর্বাচীনের কাজ হবে। সুতরাং ঠিক হলো সকালে চিলাপাতা…