যাবি নাকি ? / কাকলি ঘোষ / বাংলা কবিতা / বর্ষবরণ সংখ্যা /
“যাবি নাকি ?” ✍ কাকলি ঘোষ যাবি নাকি বন পলাশী মাতাল হবি মহুয়া ফুলে ? বাজবে সাথে ধামসা মাদল পা মেলাবি আদিম তালে। ভিজবি নাকি চাঁদনী রাতে বিভোর হয়ে নদীর কূলে ? শাল পলাশের নিবিড় বনে সভ্য জগৎ বেবাক ভুলে। আনমনেতে দেখিস চেয়ে দিগন্তে ওই দু চোখ তুলে নিকষ আঁধার পেরিয়ে সেথায় লক্ষ…