পরশ থাকুক / কাকলি ঘোষ / বাংলা ছোট গল্প /
“পরশ থাকুক” ✍️ কাকলি ঘোষ ঃকী রে এরকম স্যাড স্যাড হয়ে বসে আছিস? ঃধ্যৎ ! ভাল্লাগে না। ঃআরে কেন ভাল্লাগে না? সেটা বলবি তো! ঃতোকে বলে কী হবে?তুই কিছু করতে পারবি না। ঃকে বলেছে পারব না? বলেই দ্যাখ! ঃদূর! ঃআবার বলে দূর! কী হয়েছে বলবি তো। এরকম মেলানকোলি হয়ে বসে আছিস? ঃথাক।…