দিল্লিতে করোনার আঁখি ! যমুনায় পরিযায়ী পাখি ! / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
“দিল্লিতে করোনার আঁখি ! যমুনায় পরিযায়ী পাখি !” ✍ প্রেমাঙ্কুর মালাকার করোনার ঢেউ দিল্লি এখন প্রায় সুনামির মুখে- যমুনার বুকে পরিযায়ী পাখি ওরা দেখে কোন সুখে? করোনার ভয়ে সংক্রমণেও ওদের কাঁপেনা প্রাণ? যমুনার পাড়ে ভিড় করে সব কেমন বোহেমিয়ান! হাজার হাজার পরিযায়ী পাখি এলো যমুনায় উড়ে; মহা কলরবে তোলে নহবৎ বিচিত্র সুরে সুরে!…