ভালোবাসা অতল / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
“ভালোবাসা অতল” ✍ মৃনাল কান্তি বাগচী যাকে দিয়েছিলে তুমি হৃদয়ের সব ভালোবাসা, সে হয়ে গিয়েছে এখণ তোমার কাছে দুরাশা। ভালোবাসার মায়ার বাঁধনে বাঁধতে পারোনি তাকে, তাই সে ছেড়ে চলে গিয়েছে তোমাকে। মায়া মরীচিকার এই সংসারে কেউ চিরকাল থাকেনা, তাইতো কাউকে ভালোবাসলেও অনেক সময় আপন করিয়া পাওয়া যায়না। অথচ তারি লাগি হৃদয় কাঁদে বার…