বিষাদ ছেয়ে যায় / মৌসুমী মৌ / বাংলা কবিতা /
বিষাদ ছেয়ে যায় ✍ মৌসুমী মৌ দিবারাত্রি মাথার ওপর ঘুরতে থাকা সিলিং ফ্যানটাকে আমার আজকাল ঈর্ষা হয়| তার সরব যান্ত্রিক বাতাসে মিশে থাকা যে কাঙ্খিত নিষ্ঠা ব্যাঙ্গ হয়ে আমার আপাদমস্তক শীতল করে| যা শান্তির অপচেষ্টা মাত্র| তার ভয়ানক গতি আমায় বড় পীড়া দেয়| আমি দৌড়ে সুইচটা বন্ধ করি| আস্তে আস্তে থামতে থাকা…