তুই / নিবেদিতা দত্ত / বাংলা কবিতা /
তুই ✍ নিবেদিতা দত্ত অভিমানের অভিধানে আজও কেবল তুই নামের শাসন। গলিত শোক, বিরহতাপিত দুখে কেবল তোর মুখ! ভালোবাসার বুকে মাথা রেখে, দীর্ঘ যাপিত রাত্রি, অনুভবের আগল ছাড়া উল্লাস আজও…তুই-এর গৃহবন্দি। দূরত্বেও ভালোবাসার মাফলার বুনি তোর আদরের পশমে। বসন্ত কোনো ঋতুতে নয়, আছে মায়াময় চাহনিতে, আজ থেকে জন্মান্তরের নেশায়, “তুই” অপেক্ষা-প্রহর। …