গোপেশ্বরের শেষ হলো গান! / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
গোপেশ্বরের শেষ হলো গান! ✍ প্রেমাঙ্কুর মালাকার “গোপেশ্বরের শেষ হলো গান! দাড়িশ্বরকে করে আহবান!” গানের আসর, বসেছে একদা, কতোনা নিমন্ত্রিত ; সেই আসরেই, রবীন্দ্রনাথ, সেদিন উপস্থিত! বিখ্যাত এক, গায়ক সেদিন, আসরে গোপেশ্বর! শ্রোতারা মুগ্ধ! তিনি ক’টি গান, গাইলেন পর পর। কবিগুরকেই ধরে ভক্তেরা গাইতে এবার গান; গাইতে নারাজ, তাই গুরুদেব চাইলো পরিত্রাণ!…