“নাট্যকারের নাচ!পেলে খরচের আঁচ!” / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
“নাট্যকারের নাচ!পেলে খরচের আঁচ!” ✍ প্রেমাঙ্কুর মালাকার গীতিনাট্যটি,বহু কসরতে, লেখেন ভদ্রলোক! ছাপাখানাতেই,গীতিনাট্যটি ছাপাতে চাপলো ঝোঁক। ছাপানোর আগে, গিরিশ ঘোষকে, লেখা দিয়ে যান তুলে; ভালোতো লাগেনি,গিরিশঘোষের আগাগোড়া পড়ে খুলে! পরদিন এলো, অমৃতলাল, গিরিশঘোষের বাড়ি; গিরিশ বলেন,”দেখো ‘রসরাজ’! ফাঁপড়ে পড়েছি ভারী!” “কেমন লিখেছে, গীতিনাট্যটি, সখীর রাখেনি রোল! সখী না থাকলে, কিকরে ফুটবে নাচে আর গানে…