বিষণ্ণতার অন্তরালে / মনীষা সান্যাল / বাংলা কবিতা /
বিষণ্ণতার অন্তরালে ✍ মনীষা সান্যাল গোধূলীবেলায় সাঁঝতারাকে একলা হতে দেখে অচেনা এক নদীতে ভাসাই একলা আমার খেয়া। প্রতীক্ষারা তাদের কাছেই চিরকালীন প্রিয়, যাদের কালের স্রোতে হারিয়ে গেছে হৃদয় দেয়ানেয়া। জন্মান্ধ এক ভিখারী তার বাঁশিতে রোজ উদাসী সুর আঁকে…. ঘুমের মধ্যে ঘুম ভেঙে যায়…. সত্তা দিশেহারা… তারাই কেবল ব্যাগের ভেতর মায়ের ছবি রাখে, বাঁধন…