মুহূর্ত বদল (তৃতীয় পর্ব) / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা ধারাবাহিক উপন্যাস /
মুহূর্ত বদল *********** শ্যামাপ্রসাদ সরকার তৃতীয় পর্ব রাই আজ থেকে সারাদিন ফ্রী। সোমেশ কদিনের জন্য শিলিগুড়ি যাবে আর সেখান থেকে মণিপুর হয়ে দিন সাতেকের মত বাইরে থাকবে। এমনিতে সোমেশের সাথে আজকাল কেজো কথাবার্তা ছাড়া ভাল করে কথাই হয়না। তিতলি বাড়ি থাকলে তাও মায়ে বেটীতে আগে দিনগুলো কাটত হইহই করে। এখন তিতলি ব্যাঙ্গালোরে…