জীবন / নন্দিতা চক্রবর্ত্তী / বাংলা কবিতা /
জীবন ——- নন্দিতা চক্রবর্ত্তী অনেক কালের পুরনো দিন হতে কোন সে হাওয়া আনলো কারো মন। বুকের মাঝে লুকিয়ে রাখা কথা সেই হাওয়াতে ভাসালো কোন জন। না চেনা সেই মনের দুটি কথা ঝিরঝিরে বায় দোলন দিয়ে যায়। পথিক তুমি দাঁড়িয়ে এতো দিন “কোথায় ছিলে?” প্রশ্ন ভেসে যায়। দুটি কথা দুটি মনের মাঝে অচেনা এক…