অন্তর্দাহ / মঞ্জুলিকা রায় / বাংলা ছোট গল্প /
অন্তর্দাহ মঞ্জুলিকা রায় লিফটটা উপর থেকে নামছে, নীচে নামার জন্য থার্ড ফ্লোরে অপেক্ষা করছিল মঞ্জরি। এটি একটি বিখ্যাত সোনার দোকান, এক এক ফ্লোরে এক একরকম গয়না রাখে এরা। আসার সময় যেসব সুবেশা নারী এবং পুরুষ উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল যাবার সময় তাঁদের দেখা পাওয়া যায় না। হয়তো একদম বাইরে বেরনোর সময় গেটম্যান তাঁর…