ন্যূনতম প্রার্থনা / মনীষা সান্যাল / বাংলা কবিতা /
# ন্যূনতম প্রার্থনা # ****************** মনীষা সান্যাল সেই কবে থেকে হেঁটেছি যে অন্তহীন পথ….যেন সেসব এই জন্মে নয়, প্রিয়জনের ছেড়ে যাওয়া শ্মশানের নীরবতা ঘিরে ছিল মোরে, ‘বিষাদের চিল’ বসে ভালোবাসার শব ঘিরে ….এমনও তো হয়। কোনমতে বেঁচে গেছি , প্রতিবারই বেঁচে যাই কবিতার হাতটুকু ধরে। যে পথে চলেছি হেঁটে, হয়তো সে পথের…