স্বাধীনতা / সুমান কুণ্ডু / বাংলা কবিতা /
স্বাধীনতা ✍️ সুমান কুণ্ডু ————— ৭৫ বছরের স্বাধীন ভারত মোদের স্বপ্নের দেশ মহান ব্রিটিশ গেছে এদেশ ছেড়ে জন্ম নিয়েছেন কত বিদ্বান। স্বাধীনতা তো পেয়েছি আমরা প্রকৃত স্বাধীন কি দেশ মোদের? বিগত কালে কি পেয়েছে দেশবাসী পেয়েছি কি ছাড়া ঐ লালমুখোদের? ফেরেনি কি শাসক ব্রিটিশ পাল্টে মুখোশ দিনের শেষে? ক্রমাগত হয়ে চলেছে অত্যাচার রয়েছে…