বাঁচাও এবং বাঁচো / সুপ্তোত্থিতা সাথী / বাংলা কবিতা / সবুজ সংখ্যা /
বাঁচাও এবং বাঁচো ———-©সুপ্তোত্থিতা সাথী অদ্ভুতভাবে সময়ও ভেঙে যায় আড়মোড় শীতলপাটি কিংবা ভেজা জানলায় শুয়ে,বসে,পাশফিরেও অবাক বিস্ময় পৃথিবীকে নিয়ে ওদের বা আমার তেমন কোনো মাথাব্যথা নেই সিলিং জুড়ে রোজ এসে আতঙ্কের কালো কালো হাতের ছাপ বসিয়ে দিয়ে যায় কেউ নোনা ধরা দেওয়ালে নামতার মতো সার বেঁধে কেউ কেউ লিখে রাখে মনস্তাপ। ফ্যান গালবে…