লিপি / স্বাগতা ভট্টাচার্য / মুক্ত গদ্য /
লিপি স্বাগতা ভট্টাচার্য ***************** বিন্দু বিন্দু সুখ কুড়াইয়া লইবার অছিলায় অন্ধ তিমিরে জোনাকির ন্যায় খুঁজিয়া চলিয়াছি বিদগ্ধ কবিতার ঘ্রাণ। আপ্রাণ প্রচেষ্টায় গুছাইতে পারি নাই ভঙ্গুর অক্ষরপ্রলাপ। অপ্রতিভ শব্দাবলী দিয়া গাঁথিতে পারি নাই বিরহের মাল্য। অথচ দেখিতে পাইতেছি অশ্রুকণারা কেমন করিয়া হৃদয়ের রক্তে মিশিয়া ক্ষুরধার নদী হইয়া যাইতেছে।….. আসন্ন নিশিভোর। শীর্ণ হইয়া আসিতেছে নক্ষত্র-নক্ষত্রীরা।…