শিক্ষকের মর্যাদা / বিপাশা অধিকারী / শিশু বাংলা কবিতা /
শিক্ষকের মর্যাদা বিপাশা অধিকারী আঘাত লাগলে সবাই দেয় সান্তনা কিন্তু একজন শিক্ষক চলার শিক্ষা , নতুন আলোয় চলার জন্য দেয় তারা দীক্ষা। কেউ বড় হয়ে হতে চায় ডাক্তার কেউ বা লেখক , এদেরও কিন্তু শিক্ষা দেয় এক একজন শিক্ষক। শিক্ষকেরা আলোর রেশম দেয় আমাদের দিকে ছড়িয়ে, এই রেশম সবার জন্য দিওনা তাকে…