শূন্য গোধূলিবেলা / মণিকা বড়ুয়া / কবিতাযাপন /
শূন্য গোধূলিবেলা মণিকা বড়ুয়া রূপে রূপে অপরূপ ছিল চারপাশ—- চাতালে পড়ে আছে বিসর্জনের মন্ত্র— সেখানেই শ্যাওলায় জমা সব টীকা—– চোদ্দ পুরুষের মানঅভিমান, সংস্কার, সৎকার, স্বাভিমান— সব নিত্য জন্মদাগ—। সব ছেড়ে কোথায় চলেছি—- ছুটন্ত নেশায় উড়ন্ত আগুনে ঝাঁপ দিয়ে পাড়ি দিই দেশ বিদেশ নক্ষত্র খেয়ে নেয় জন্মনাড়ী সূর্য রোগে অবশ শরীর— তবু,মাটির উঠোন বড়ো টানে টানে…