হে, মা দুর্গতি নাশিনী, দশ ভূজা, লহ প্রনাম মম, লহ মম পূজা / আগন্তুক / বাংলা কবিতা /
হে, মা দুর্গতি নাশিনী, দশ ভূজা, লহ প্রনাম মম, লহ মম পূজা। আগন্তুক চমোকি চমোকি থমোকি থমোকি , নাচিছে হৃদয় ঝমোকি ঝমোকি । আসিতেছে মা শরৎ মাঝে , নব রূপে নব সাজে । শিশির ভেজা ঘাসের ডগায় , সূর্য্য কিরণের মুক্ত ধারায় ।। ভরিছে গগন নীল সাদা আভায় , গুচ্ছ মেঘে বলাকার খেলায়। শালুক…