তারার আবাহনে / অনিমেষ চ্যাটার্জী / বাংলা কবিতা /
তারার আবাহনে ✍ অনিমেষ চ্যাটার্জী ************** পিয়ানোর সুরে কাঁপে মোমের শিখা, ধূমায়িত কফির চুমুকে সময় কঠিন, রাঙা ঠোঁটের নিকোটিন শীত মাখা শহর পোড়ায়, পুড়ে যায় বেখেয়ালি সভ্যতা। বুড়ো গির্জার গায় আবাহন ছুঁয়ে যায়, শত কণ্ঠের প্রতিধ্বনি রাত নামায়, ইতিহাসে থমকায় ঘড়ির কাঁটা। জঞ্জাল আঁকড়ে থাকা ভাঙাচোরা খেলনার স্তূপ, ফুটপাথে আগুনটা জ্বলছে জ্বলুক। সেই তাপে সেঁকে…