মা দশভুজা / বাবু বিশ্বাস / বাংলা কবিতা /
মা দশভুজা বাবু বিশ্বাস দে তো মা!গুড়িয়ে দে মা,দে চুরমুরিয়ে, বুকের মাঝে লুকিয়ে থাকা অসুর টাকে! উড়িয়ে দে মা!ফু দিয়ে দে,শীতল ছুঁয়ে, দহন জ্বালায় জ্বলতে থাকা হৃদয় টাকে! ‘মা’ তুই আসলেই, মর্তলোকে পুলক জাগে, বিষাদ মন খুশির ছোঁয়ায় স্বপ্ন আঁকে! কাশ,শিউলি,শালুক,পদ্ম,বাহারে সাজে, শস্য শ্যামলায় প্রাণ ভরায়,ভূতল বাকে! তোর মৃদুহাসি রঙিন আলোয় তিমির কাটায়, দূরহ বিরহের…