বছর ফুরান / অনিমেষ চ্যাটার্জী / বাংলা কবিতা /
বছর ফুরান ✍ অনিমেষ চ্যাটার্জী *********** স্মৃতির রেখায় দাগানো পাতারা খসে পড়ছে একটা একটা করে। বারো মেসে গাছটা শুকনো ডালপালায় বেলা শেষের রোদ জড়িয়ে একান্তে শীত ঘুমে বিভোর। খামখেয়ালী সময় নদীর প্রহর বর্তমানের আঁকে বাঁকে সুখ দুঃখ হাসি কান্নার ঘাট পেরিয়ে পাড়ি দেয় অতীতের গর্ভ থেকে ভবিষ্যতের মোহনায়। শতেক বীগত মুহূর্ত হারানো তারাদের ছুঁয়ে যায়…