সাঙ্গ হল / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
সাঙ্গ হল রণজিৎ মন্ডল কারো বা দিন ফুরালো, কারো বা ফুটলো আলো, কেউ বা মাঝ আকাশে জ্বলছে ভালো। ভাবনা শেষ হল যার, মুক্তি হল যে তাঁর, শুরু হল কার যে আবার, জীবনের ভাবনা ভেবে পাগোল হল। এ মনের সিংহ দুয়ার কারো বা খুলবে না আর, কারো বা নতুন করে তৈরী হল, কেউ বা…