হিমেল সকাল / অনিমেষ চ্যাটার্জী / বাংলা কবিতা /
হিমেল সকাল অনিমেষ চ্যাটার্জী কুয়াশা চাদর দেয় সরিয়ে সকাল, ঘাসের মাথায় ঝিলিক শিশির ফোঁটা, হাওয়ার বেগে পাতা ঝরার খেলায়, নতুন দিনের ঘুমের থেকে ওঠা। আজকে তোমায় বড্ড পড়ছে মনে, বাইরে যখন বইছে হিমেল হাওয়া, নীল আকাশে চিলের ডানা মেলা, স্মৃতির স্রোতে মনের ভেসে যাওয়া। জানলা শার্সি বেয়ে আসে মিঠে রোদ, আলতো স্পর্শে অন্তর যায় ধুয়ে,…