জাতীয়তাবোধের জাগরণে রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্র / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা প্রবন্ধ /
জাতীয়তাবোধের জাগরণে রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্র কলমে/ শ্যামাপ্রসাদ সরকার ভারতে ইংরেজ শাসনের সদর্থক ভূমিকায় রামমোহন -বিদ্যাসাগর থেকে ব্রাহ্মসমাজের শীর্ষস্থানীয় এলিটদের চোখে এদেশে ইংরেজের শিল্প-সাংস্কৃতিক ও আধুনিক ব্যবস্থার প্রতিষ্ঠাতা-রূপটিই বড় হয়ে দাঁড়িয়েছে সেই জালিয়নওয়ালাবাগের আগে পর্যন্ত। প্রসঙ্গত উল্লেখ্য সমাজতন্ত্রের পুরোধা কার্ল মার্কস ভারতে ইংরেজ-প্রবর্তিত আধুনিক ব্যবস্থার পত্তন, স্থবির সনাতন সমাজ ভাঙা ইত্যাদি প্রসঙ্গে সাধুবাদ জানিয়েও ভারতে উপনিবেশবাদী…