সঙ্কটের সংস্কার / শিব প্রসাদ হালদার / বাংলা কবিতা / বিশ্ব কবিতা দিবস /
☆★☆”সঙ্কটের সংস্কার”☆★☆ ○●○●○●○●○●○●○●○ শিব প্রসাদ হালদার জীবন মৃত্যুর মাঝখানে ছোট্ট একটি উপত্যকায় আমরা বেঁচে আছি শতকোটি মানুষ, প্রতিদিন বাঁচার যুদ্ধে; মৃত্যুর সাথে লড়ে। পরিধি ছোট-আমরা সংখ্যায় বেশী, এখানে সবাই অবরুদ্ধ-একসাথে জড়সড়। প্রত্যেকেই একে অপরের প্রতিবেশী, তবুও বিদ্বেষ,জন্ম নেয় কমবেশী রেষারেষি। অন্তহীন চাওয়া পাওয়ার অভিলাষে সবাই চায় বাঁচতে, বাঁচা মরার দ্বন্দ্ব যুদ্ধে, মানুষ আজ জেরবার। ছুটছে…