আমার এই জয় নয় তুচ্ছ / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
আমার এই জয় নয় তুচ্ছ মৃনাল কান্তি বাগচী আমার জীবন যুদ্ধের এই জয় যতই হোক তোমার কাছে তুচ্ছ, আমি আমার এই জয়ে নই মোটেই অসন্তুষ্ট। বন্ধু বান্ধব সহায় সম্বলহীন আমি এই জয়ে তুষ্ট অন্যের কাছে হতে পারে এর গুরুত্ব অতি তুচ্ছ। মানুষের জয়ের মূল্যায়ন হয় অর্থ আর পদ মর্যাদার মূল্যায়ন দিয়ে কেহই তার মূল্যায়ন…