গঙ্গা সাগরের টানে / শিব প্রসাদ হালদার / বাংলা ভ্রমণ /
গঙ্গা সাগরের টানে ✍️ শিব প্রসাদ হালদার হরিসাহা হাট ক্ষুদ্র ওস্তাগার ও পাইকারি ব্যবসায়ী উন্নয়ন সমিতির অফিস ঘরে এক্সিকিউটিভ কমিটির মিটিং চলাকালীন হঠাৎ বিজন সাহার প্রস্তাবে উল্লসিত হয়ে উঠলাম। সাথে সাথেই মনস্থির করলাম নির্ধারিত দিলেই যাব গঙ্গাসাগরে। অজানাকে জানা- অদেখাকে দেখার অদম্য ইচ্ছা নিয়ে সেদিন ভোররাতে পৌঁছে গেলাম শিয়ালদহ সাউথ স্টেশনে। ভোর চারটে…