ভক্তি ব্যবসা ফাঁদে / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
ভক্তি ব্যবসা ফাঁদে প্রেমাঙ্কুর মালাকার কৃষ্ণ ব্যাসের, গল্প খতম, এবার বুঝেছি মানে; বক্তা এবার, সুড়সুড়ি দিয়ে, উস্কানি দেয় দানে। পনেরো শো থেকে,দানের রকম, সাতশো পাঁচশো টাকা; শেষ দান হলো,একশো দশেই, লাগে ধড়িবাজ পাকা! এই দানে নাকি, চোদ্দো পুরুষ, পাবে তৃষ্ণার জল; সাধু বেশে এরা, ঘুঘু শয়তান, করছে চাতুরী ছল! নীচে সাধু বসা, মা-বাপ দেখেনি, ছেড়ে…