চালচিত্র / ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় / বাংলা ছোট গল্প / রবি পক্ষ /
চালচিত্র ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় মদনের বৌ মাঠের দিকে গিয়েছিল। সতীশ খুড়ো উপুর মাঠে বেগুন চাষ করেছে। চারিদিকে বেড়া দিয়েছে যাতে কেউ চুরি না করে।গরমের কাল। বাবুরা ফ্যান চাইলে ঘুমুচ্ছে।।কোঁচলে ঝপাঝপ নিয়ে নিল কয়েকটা।আজ সরষে দিয়ে ঝাল রাঁদবে। ধানের শিষ কুড়োতে এসে তরকারি টাও জোগাড় হয়ে যায়। মন্দ কী। ওদের মরদরা অত সংসারের মায়া ভাবে…