হৃদয়ে আছে সে / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
“হৃদয়ে আছে সে” রণজিৎ মন্ডল মনেরই দেবতারে,খুজেছো বাহিরে, গির্জা, মসজিদে কখনো মন্দিরে, দেখনি চেয়ে কভু নিজেরই অন্তরে, রয়েছে দিবা নিশি হৃদয় আলো করে। বৃথা এ কোলাহল, বৃথা পূজার ছল ভালোবেসে দেখো মানুষের সেবা করে। যতই পূজা কর, যতই মূর্তি গড় দেবতা বলে যারে আজও মনে কর, থাকে না প্রাণ তাতে যার চরণ ধর, আসল দেবতাকে…