ভাবনা কত রকম / নবু / বাংলা কবিতা /
ভাবনা কত রকম নবু ভাবনা কত রকম। ভাবনা বল কত রকম পায়রার বকম বকম, কেউ ভাবছে পুজোর সময় চুটিয়ে করব প্রেম, কেউ ভাবছে পুজোর সময় ঘরে খেলবো শুধু গেম। কেউ ভাবছে আসছে পুজো নতুন জামা হবে, কেউ ভাবছে এবার কি আর পুজোর বোনাস দেবে। কেউ ভাবছে ঘুরে আসি পাহাড় সাগর নদী, কেউ ভাবছে আর কটা…