অ্যালবাম / শ্রী নীলকান্ত মনি / বাংলা কবিতা /
অ্যালবাম শ্রী নীলকান্ত মনি ১ সাত সকালে ই মেঘ ঝরিয়ে গেলো বৃষ্টি সে সাত কাহন বিদ্যুৎ বাণ বাজ-এর রণন ঝঙ্কার তার তোলে টেলিফোন নব কলেবরে সৃষ্টির! বৃষ্টির ধারাপাত! ২ বৃষ্টি এ ভীষণ উন্মুখ মন চায় তোমার দ্বারে সে যায় কড়া ও শিকল যা ছিল সকল খোলা কেমন করে যে যাবে পথ নাহি পায় অঝোর ধারা-বৃষ্টিতে…