আপন জন (ঊনবিংশ পর্ব) / কাকলী ঘোষ / বাংলা ধারাবাহিক গল্প /
আপন জন (ঊনবিংশ পর্ব) কাকলী ঘোষ দ্বিধা গ্রস্ত ভাবে ঘাড় নাড়ে রিন্টি। না বলবেই বা কী করে ? এদের ঘরে তো আর বেশি দিন থাকা যাবে না।।একটাই ঘর। কাল বৌদি ওকে নিয়ে আলাদা শুয়েছে। এরকম তো রোজ রোজ হতে পারে না। এদিকে কোন বাড়িতে কোথায় যেতে হবে কে জানে? কিছুই তো চেনে না এত বড়…