সমুদ্রের সেই দিনগুলি (নবম পর্ব) / শিবপ্রসাদ হালদার / বাংলা স্মৃতিমূলক নিবন্ধ /
সমুদ্রের সেই দিনগুলি (নবম পর্ব) ✍️ শিবপ্রসাদ হালদার ৮ই এপ্রিল ২০১০ জানতে পারলাম ইরান অভিমুখে শীপ রওনা হয়েছে।সে জানালো,শীপ চলন্ত অবস্থায় যে কোনও সময় মোবাইলের টাওয়ার বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তখন পরে আবার টাওয়ারের আওতায় পৌঁছালে ফোনে যোগাযোগ করবে। ১৫ই এপ্রিল শুভ নববর্ষ -পহেলা বৈশাখ। দোকানে পূজা করতে গিয়ে বারবার তার কথা মনে পড়তে লাগলো।…