মেয়েবেলার নদী / প্রাপ্তি মুখোপাধ্যায় / বাংলা কবিতা /
মেয়েবেলার নদী —————-‐- প্রাপ্তি মুখোপাধ্যায় আজও “এই কথাটি মনে রেখো”- এমন করে বলতে গিয়ে বাধে। একতলাতে কান্না এলে চোখ লুকিয়ে মাদুর পাতে ছাদে। শীর্ণতাতে শাণিয়ে তোলে দেহের রেখা লুকিয়ে রাখার ছুরি, পাশের বনে পলাশ এলে নদীর তখন দোল গিয়েছে চুরি। হাঁটুর উপর হাজারকুঁচি বক্ররেখা ঢেউ তোলেনি বুকে, ওদের চিঠি স্লো-সাইকেলে, রুগ্ন নদী চাখছে…