বর্জ্য দূষণ শঙ্কর আচার্য্য পরিবারের যাবতীয় বর্জ্য যেমন – মুড়ির ঠোঙা, ডিটারজেন্টের খালি প্যাকেট, মাছের কাঁটা, সবজির খোসা ইত্যাদি জঞ্জাল ফেলার জন্য সব পাড়াতেই একটি কিংবা দুটি ভ্যাট বা সরকার নির্দিষ্ট একটা জায়গা থাকে। তবু বহুতল বাসিন্দাদের একটি অংশ উপর থেকে ইচ্ছাকৃতভাবে অনায়াসে সবার অলক্ষ্যে জঞ্জালের প্যাকেট প্রায়শই রাস্তায় ছুড়ে