ভাঙা নৌকো / মৌসুমী ঘোষাল চৌধুরী / বাংলা কবিতা /
ভাঙা নৌকো মৌসুমী ঘোষাল চৌধুরী ************** দেখলাম, অশোক ফুল সুনিপুণে গৃহসজ্জা সাজায়। স্বামীর অসুখে, কামড়ে ধরে স্বামীর ঠোঁট। সমস্ত বিষ মুখে করে তোলে। অচৈতন্য বালিকার কোঁচরে শিউলি ফুল কন্যা। চোখের জলে, আটলান্টিকের ঢেউ। বেহুলার মত ভাসে তার ভেলা, সঙ্গীতে। তার সঙ্গীতে যেন হরিণের দু চোখে বিশুদ্ধ রাশিয়ান টো-টিপ ড্যান্সিং। অশোক ফুলের দু চোখে ” পদ্মাবতীর…