তৃষিতা / কিশোর বিশ্বাস / অনুগল্প /
তৃষিতা কিশোর বিশ্বাস সোনালি বরাবরই ছেলেদের একটু অপছন্দ করে। বড় হলো,লেখাপড়া শিখলো, চাকরি হলো কিন্তু রুচির কোন পরিবর্তন হলো না। তবে এক সময় মা হবার খুব সখ হলো তাই স্পার্ম ব্যাঙ্ক থেকে স্পার্ম নিয়ে সুন্দর ফুট ফুটে একটা মেয়ের জন্ম দিল।নাম রাখল কমলিকা। কমলিকা স্কুলে ভর্তি হলে কাজের মাসি তাকে দিয়ে আসে নিয়ে আসে।…