ঈশ্বর আছে অদৃশ্য অবয়ব! অন্তর দিয়ে করা যায় অনুভব!! / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
ঈশ্বর আছে অদৃশ্য অবয়ব! অন্তর দিয়ে করা যায় অনুভব!! প্রেমাঙ্কুর মালাকার ঈশ্বর এক দৃঢ় বিশ্বাস, দেখা তো যায় না চোখে – নাস্তিক ছাড়া মানে দুনিয়ার, সব ধর্মের লোকে! বিপদে-আপদে সতত মানুষ, করে তাঁর স্তব-স্তুতি; মানব হৃদয়ে বিস্ময় কর! সুগভীর অনুভূতি! শুনি কেউ কেউ চর্মচক্ষে, পেয়েছেন দর্শন – আমি পাই নাই! তবু অনুভবে, বিমোহিত তন্মন! একদা…