ভারতবর্ষ / দীননাথ চক্রবর্তী / বাংলা কবিতা /
ভারতবর্ষ দীননাথ চক্রবর্তী বিশ্বরতন কর বন্দন ভারত রতন ধন দিকে দিকে ঐ বিগলিত ধারা পুণ্য সঞ্জিবন। ভারতবর্ষ নয় ভূখণ্ড দিব্য বিকাশ পথ সেই পথেতেই বিশ্বপিতা করেন যাতায়াত । ত্যাগের দেশ এই ভারতবর্ষ বারি ভূমি ক্ষেত নয় হর্ষ স্নেহসুধা বুকে করেছে ধারন নেই কোন হেথা শাস্তি সমন এ যে শান্তিবন এই দেশেতেই বারে বারে পাই সত্য…