আতঙ্ক / সুপর্ণা দত্ত / বাংলা কবিতা /
আতঙ্ক সুপর্ণা দত্ত “মাস্টার মশাই, আপনি কিছু দেখেন নি,আপনি কিছু শোনেন নি”।– কানের কাছে ফিসফিস করে কে যেন বলে গেল অবণী মাস্টার মশাইকে। যেন সতর্কবার্তা জানিয়ে গেল তাকে অতি সনতর্পনে। অবণীবাবু তখন দাঁড়িয়েছিলেন স্থানীয় থানার সামনে; মনে মনে ভাবছেন ভিতরে প্রবেশ করবেন কি না! পেশায় তিনি ছিলেন হাইস্কুলের প্রধান শিক্ষক, বছর দুয়েক আগে রিটায়ার্ড হয়েছেন,…