লাঞ্ছিতা নারী / সুপর্ণা দত্ত / বাংলা কবিতা /
লাঞ্ছিতা নারী সুপর্ণা দত্ত যে নারী জঠোর যন্ত্রনা সহ্য করে দশ মাস দশ দিন ধরে, যে নারী পূজিত হয় পার্বণে পার্বণে নানা রূপে নানা অবতারে, যে নারী সন্তান স্নেহে গোটা পৃথিবীটাকে পালন করে, যে নারী বধূ রূপে এ ধরার প্রতি ঘরে সযত্নে লালন করে প্রতিটা সংসারে, যে নারী কন্যা রূপে সারাদিন পরে বাবা ঘরে এলে…