ঘুমে ঘুমে বেলাযে যায় / দীননাথ চক্রবর্তী / বাংলা কবিতা / শারদীয়া সংখ্যা /
ঘুমে ঘুমে বেলাযে যায় দীননাথ চক্রবর্তী জপে তপে হাইযে ওঠে দুচোখেতে ঘুমযে নামে , অঙ্গজুড়ে ক্লান্তি ছায়ে নাও ভেসে যায় জাহান্নমে। মনের আকাশ আঁধার শূণ্য ভাব জানেনা পাপপুণ্য , ঘুম কাতুরে ভোগ কাতুরে ছলচাতুরে চষে অরণ্য । কী হবে মা আমার ওগো ঘুমে ঘুমে বেলাযে যায় , সংসারও তো ভেসে যে যায় কী হবে মা…