হায়রে শিক্ষিত / মৌসুমী ঘোষাল চৌধুরী / বাংলা কবিতা /
হায়রে শিক্ষিত মৌসুমী ঘোষাল চৌধুরী হায়রে গর্ব শিক্ষিতের, করেছ মা দুর্গার দেহপূজো। দাওনি এতটুকু জল মায়ের জ্বোরোঠোটে। হাজারো ডানপিটে ক্যাফেন সিগারেটের টানে। উড়ে যায় ,শত শত পায়রাদের নিধনযঞে। তাদের রক্তের সুখে খেলেছ আনন্দ হোলি। তোমাদের ডিগ্রী নামক অহঙকার অহল্যা পাথরে। তোমাদের শ্রাবন কি একবার ও কাদে না ? আজ জানতে চাও, আমার প্রেম কোথায়? তবে…