লোনা জলের কাব্য / ডঃ মদন চন্দ্র করণ ( বিদ্যালঙ্কার) / বাংলা কবিতা / সবুজ সংখ্যা /
লোনা জলের কাব্য ডঃ মদন চন্দ্র করণ লবন হ্রদ হতে কাঁচা জঙ্গল পদ্মরাজ বেছে নিলো শেষ সম্বল শাড়ি চুড়ি টিপ কাজলে রাজকুমারী অম্বুনিধি জলধি বঙ্গপোসাগর… আজ লোনা জলের কাব্য কথা শুধাই সুকদেব হয়ে শ্রবন কর নীল জলের জ্বালা ঢেউয়ের হাহাকার বালুকার বেদনা কান্না সাগরের উতল হাওয়া লেপ্টে চেপ্টে প্রেম অগুনতি অবিরল উর্মি আছাড়ি…