রবি আমার কবি / নন্দিতা চক্রবর্ত্তী / বাংলা কবিতা / ২২শে শ্রাবণ সংখ্যা /
রবি আমার কবি —————- নন্দিতা চক্রবর্ত্তী রবি ঠাকুর রবি ঠাকুর তোমার জন্ম জোড়াসাঁকো। আমার সকল অনুভবে জড়িয়ে তুমিই থাকো। আমার হাসি আমার কান্না আমার চোখের জল দেখি তোমার গানের পদ্মপাতায় সদাই টলমল। তুমি লেখক তুমি গুরু তুমি বিশ্বকবি তোমার লেখায় জনমনের প্রতিক্ষণের ছবি। নোবেলজয়ী বিশ্বকবি তোমার গীতাঞ্জলী বিশ্বজোড়া ফেলল সাড়া ভরলো দেশের ঝুলি। আমরা এমন…