অক্সিজেন / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা / সবুজ সংখ্যা /
” অক্সিজেন “ রণজিৎ মন্ডল অক্সিজেন চাই, আমি বাঁচতে চাই, অক্সিজেন চাই, দেশের মানুষ মরতে বসেছে অক্সিজেনের অভাবে, অক্সিজেন দুস্প্রাপ্য, কোথাও অক্সিজেন নাই। অক্সিজেন কি? অক্সিজেন খায় না মাথায় দেয়! অক্সিজেন দেখা যায় না, কোথায় থাকে বোঝা যায় না, কিভাবে মানুষকে বাঁচিয়ে রাখে তাও অনেকের জানা নাই। একটা ভ্রুণ মাতৃগর্ভে জন্মানোর মুহূর্ত থেকে…