মন পাড়ি / অনিমেষ চ্যাটার্জি / বাংলা কবিতা / আষাঢ়যাপন ১ /
// মন পাড়ি // ✍ : অনিমেষ চ্যাটার্জি চিন্তা আসে চিন্তা যায় ছাপ ফেলে মন পাতায় কলমখানা লিখতে চায় ভাষার খোঁজ না পায়। লিখতে চেয়ে এক পৃথিবী হাজার কথা মনে ভাবি আমি যে ভাই মুখ্যু কবি আঁকতে চাই মনের ছবি। রোদ ঝিলমিল আকাশ দেখে গাছের পাখি উঠছে ডেকে পাতায় রোদের ঝিলিক লেগে আনন্দে…