আমার প্রেম / আগন্তুক / বাংলা কবিতা /
“আমার প্রেম” আগন্তুক আমি প্রেমে পড়েছি!পড়েছি বার বার.. প্রেমে পড়েছি শ্রাবণের বৃষ্টি ধারার । প্রেমে পড়েছি শরতের সান্ধ্য তারার, ভোরের হাওয়ায় ভাসা পাখিদের কলতানতার, সবুজ ঘাসের ডগায় শিশির বিন্দুর মুক্তধারার। প্রেমে পড়েছি ঝরা পাতার ক্রন্দনের মাঝে নিত্য নূতন সৃষ্টির সূচনার । প্রেমে পড়েছি অক্লান্ত পরিশ্রমের সফলতা ব্যর্থতার, সুখ দুঃখে প্রিয়র স্পর্শের,গভীর মায়ার।…