কতো তাপ! কতো চাপ!! / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
কতো তাপ! কতো চাপ!! প্রেমাঙ্কুর মালাকার খুশি থাকবার, সহজ উপায়, কুকারের কাছে শেখো; পেছনে আগুন! অন্দরে চাপ! তবু সিটি মারে দেখো! আগুনের তাপ! ভেতরের চাপ! বারবার মারে সিটি; কবিগুরু লেখা “কেষ্টার মতো”, মুখে হাসি মিঠি মিঠি! এ জীবনে হায়! কেউ সয়ে যায়! কতো তাপ কতো চাপ! জ্বলে জ্বলে খাক! রয় নির্বাক! দুর্বাসা অভিশাপ? তথাপি হেলায়,…