বোধনের ঘট ব্রাত্য এখন এবং শারদ পুজোর ঘ্রাণ / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা / শারদীয়া সংখ্যা /
বোধনের ঘট ব্রাত্য এখন! প্রেমাঙ্কুর মালাকার ফোটা কাশফুলে, ধবধবে সাদা, সবুজ কাশের বন; ওরাই করছে, শারদ পুজোর, পতাকা উত্তোলন! ভোরের শিউলি, ঘাসে ঝরেঝরে, বিছায় আস্তরণ ; দুব্বো বিছায়, পারসি গালচে, দুর্গার আগমন। অতি ঘটা করে, হবে মণ্ডপে, পুজোর উদ্বোধন! ফিতে কাটবার, ছলে আসবেন, বিখ্যাত লোকজন! আগেতো ছিলোনা, যুগের হুজুগে এলো এই আয়োজন ;…